এখন থেকে খতিয়ানের কিউ আর কোড সম্বলিত অনলাইন/তাৎক্ষনিক কপি ১০০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। এছাড়াও সার্টিফাইড/সত্যায়িত খতিয়ান কপির মূল্য পুন:নির্ধারণ করে ১০০ টাকা করা হয়েছে।
সার্ভে খতিয়ানের তথ্য
বিভাগ
ময়মনসিংহ
সিলেট
রংপুর
রাজশাহী
খুলনা
ঢাকা
চট্টগ্রাম
বরিশাল
জেলা
উপজেলা/থানা
তথ্যচিত্র
৩১৫
আজকের সেবা গ্রহীতা
১,৩২,৭৭,৮৪১
মোট সেবা গ্রহিতা
১২,২২,৭৪৯
মোট ভিজিটর
১,২৯,১৯,৪৫৯
মোট ভিজিট
Eporcha Gov Bd নামক পর্চা সম্পর্কিত সরকারি সেবা কার্যক্রমের মাধ্যমে বর্তমানে জমির মালিকানার তথ্য অনলাইনে যাচাই করা যায়। জমির এই রেকর্ড/ পর্চা/ খতিয়ান হলো বর্তমান সময়ে জমির মালিকানা নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর একটি।
তাই আমাদেরকে প্রায়ই জমির বিভিন্ন ধরনের রেকর্ড, যেমন- ই পর্চা খতিয়ান, বি আর এস খতিয়ান, আর এস খতিয়ান, এস এ খতিয়ান, সি এস খতিয়ান, নামজারি খতিয়ান, ভূমি সেবা আর এস খতিয়ান ইত্যাদি E porcha Gov Bd এর সেবা থেকে অনলাইনে যাচাই করতে হয়। আপনারা আপনাদের জমির অবস্থান অনুযায়ী বিভাগ, জেলা, উপজেলা ও মৌজার তথ্য দিয়ে এবং দাগ ও খতিয়ান নং দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারবেন।
আপনদের সকলের এই অনলাইন ভিত্তিক এই খতিয়ান অনুসন্ধান কার্যক্রম আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই, এই সাইটে ই পর্চা খতিয়ান অনুসন্ধান, আর এস খতিয়ান অনুসন্ধান, বি এস খতিয়ান যাচাই, এস এ খতিয়ান যাচাই, বি আর এস খতিয়ান অনুসন্ধান, নামজারি খতিয়ান অনুসন্ধান এবং Eporcha/ E-porcha/ Eporcha Gov Bd সম্পর্কিত তথ্যগুলো কিভাবে যাচাই করতে হয়, সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। উপরের খালি ঘরগুলোতে আপনার জমির ঠিকানা পূরন করলেই খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
এখানে থেকে তথ্য চেক করতে না পারলে https://dlrms.land.gov.bd/ -এই লিংকে ভিজিট করে একইভাবে তথ্যগুলো চেক করে নিতে পারবেন। এবং সেখান থেকে আপনি চাইলে e khatian online copy বা খতিয়ানের সার্টিফাইড কপি ডাউনলোডও করে নিতে পারবেন। এছাড়াও আপনার আরও কিছু জানার থাকলে আমাদেরকে আপনার মন্তব্য জানাতে পারেন।
© dlrms-land.site | এই সাইটটি শুধুমাত্র সেবা প্রাপ্তির টিউটোরিয়াল প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোন সরকারি সেবা পাবেন না।