বি আর এস খতিয়ান যাচাই করুন ২০২৫

বাংলাদেশের বর্তমান সময়ে জমির রেকর্ড হিসেবে সবচেয়ে প্রচলিত হল বি আর এস খতিয়ান। বি আর এস খতিয়ান যাচাই এর মাধ্যমে যেকোনো জমির মালিকানার তথ্য সম্পর্কে আপডেট রেকর্ড জানতে পারবেন। 

আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক জটিলতা রয়েছে। এই বিষয় নিয়ে বাংলাদেশের জনসাধারণ মানুষের ভোগান্তি বা জটিলতা কমানোর জন্য এক বিশেষ পদ্ধতি চালু হয়েছে। পদ্ধতিটি হলো বি আর এস রেকর্ড এবং এটি সর্বশেষ ভূমি জরিপ করে তৈরি করা হয়েছে। সে ক্ষেত্রে আপনারা নতুন করে জমির তথ্য চেক করতে চাইলে এই খতিয়ান অনুসন্ধান করতে হবে। 

এছাড়াও আপনি বাসায় বসেই নিজের মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটার এর মাধ্যমে বি আর এস খতিয়ান চেক (BRS Khatian Check) করতে পারবেন এবং চেক করার জন্য আপনার যা যা প্রয়োজন হবে তা নিচে দেয়া হল।

  • আপনার জমির সঠিক ঠিকানা
  • জমির মালিকের নাম
  • জমির মৌজার নাম ও মৌজা নম্বর
  • দাগ নং/ খতিয়ান নং

এগুলো দিয়ে বি আর এস খতিয়ান যাচাই করতে চাইলে, সম্পূর্ণ পোস্টটি শেষ অব্দি দেখে নিনঃ

সার্ভে খতিয়ান

নামজারি খতিয়ান

মৌজা ম্যাপ

সার্ভে খতিয়ানের তথ্য

বিভাগ

ময়মনসিংহ

সিলেট

রংপুর

রাজশাহী

খুলনা

ঢাকা

চট্টগ্রাম

বরিশাল

জেলা

উপজেলা/থানা

খতিয়ানের ধরন

মৌজা

খতিয়ানের তালিকা

আবেদনের জন্য খতিয়ানের উপর ডাবল ক্লিক করুন।

বি আর এস খতিয়ান যাচাই

বি আর এস খতিয়ান যাচাই করার জন্য উপরের টেবিলে,

  • আপনার জমির বিভাগ>জেলা>উপজেলা সিলেক্ট করুন
  • খতিয়ানের ধরনের ঘরে "বি আর এস" সিলেক্ট করুন
  • জমির মৌজা সিলেক্ট করুন
  • শেষে, খতিয়ানের তালিকা থেকে আপনার বি আর এস খতিয়ান টিতে ২ বার ক্লিক করুন
  • তাহলেই নতুন পেজে আপনার বি আর এস পর্চার রেকর্ড বিস্তারিত দেখে নিতে পারবেন।

 

বি আর এস খতিয়ান যাচাই

আপনাদের সুবিধার জন্য বি আর এস যাচাই করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আপনি বি আর এস খতিয়ান অনলাইনে যাচাই করতে চাইলে, সেক্ষেত্রে প্রথমেই আপনাকে google বা chrome browser ঢুকতে হবে তারপর সেখানে সার্চ করে https://dlrms.land.gov.bd/ - এই লিংকে ক্লিক করতে হবে। 

তারপরের ধাপে আপনি  সার্ভে খতিয়ান পেজটি সিলেক্ট করুন এবং পরে আপনার খতিয়ানের বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করুন। এবার আপনি খতিয়ানের ধরন হিসেবে বি আর এস (BRS) নির্বাচন করুন এবং তারপর এতে আপনার মৌজার নাম দিন। সর্বশেষে যদি খতিয়ানের তথ্য না আসে তাহলে খতিয়ান নাম দিয়ে আপনি অনুসন্ধান করুন।

এভাবে অনলাইনে বি আর এস খতিয়ান চেক করার পর সেখানে থাকা জমির মালিকানার ও দাগ নম্বর এগুলো জানতে পারবেন। এছাড়াও আপনি চাইলে সেখান থেকে বি আর এস খতিয়ান ডাউনলোডও করতে পারবেন।

তাছাড়া আপনার প্রয়োজন পড়লে আপনি বি আর এস অনলাইনে চেক (BRS Khatian online check) করার পর ১০০ টাকা ফি অনলাইনে জমা দিয়ে, সার্টিফাইড কপি সঙ্গে করে নিয়ে আসতে পারেন। কারণ অনেকসময় জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোতে যেমন - সীমানা নির্ধারণ, জমি ভাগাভাগি ও বিবাদ মীমাংসার ক্ষেত্রে আপনার সার্টিফাইড কপিটা জরুরী ও প্রয়োজনীয়।

 

বি আর এস পর্চা চেক | BRS Record

বি আর এস পর্চা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হলো। আপনি যদি বি আর এস পর্চা চেক করতে চান তাহলে সর্বপ্রথম https://dlrms.land.gov.bd/ওয়েবসাইটে গিয়ে আপনার জমির সঠিক তথ্য গুলো যেমন জমির ঠিকানা, বিভাগ, জেলা ও উপজেলার তথ্য দিবেন। তারপরের ধাপে আপনি খতিয়ানের ধরন অনুযায়ী বি,আর,এস সিলেক্ট করবেন। পরবর্তীতে খতিয়ানের তালিকা থেকে আপনার খতিয়ানটিতে দুইবার ক্লিক করলেই বি আর এস রেকর্ড (BRS Record) জানতে পারবেন।

যদি কোন কারণবশত খতিয়ানের তালিকা না আসে, তাহলে আপনার জমির খতিয়ান নং দিয়ে তা অনুসন্ধান করুন। এভাবে অনুসন্ধান করার পরও যদি না আসে তাহলে অধিকতর অনুসন্ধান লেখাতে গিয়ে ক্লিক করবেন এবং তারপর জমির দাগ নম্বর ও মালিকের নাম দিয়ে সেটা আবার সার্চ করবেন। এইভাবে সার্চ করার মাধ্যমে বি আর এস পর্চার রেকর্ড বা বি আর এস রেকর্ড (BRS Record) সম্পর্কে জানা যাবে।

আপনার খতিয়ানের সমস্ত তথ্যগুলো যদি অনলাইনে লিপিবদ্ধ থাকে তাহলে সেটা পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলেও সেটা চিন্তার কোন কারণ নেই। কারণ অনলাইনের জরিপ এখনো শেষ হয়নি। এটা আপনার যদি অধিক প্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে আপনি উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করে নিবেন। তাহলে আপনি আপনার প্রয়োজনীয় নথিপত্র গুলো পেয়ে যাবেন। অনলাইন থেকে পর্চার সার্টিফাইড কপি নিতে চাইলে অবশ্যই আপনাকে ১০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে, তাহলে আপনি সার্টিফাইড কপি পেয়ে যাবেন।

 

বি আর এস খতিয়ান অনলাইন | বি আর এস খতিয়ান অনুসন্ধান 

বি আর এস খতিয়ান অনলাইন বা বি আর এস খতিয়ান অনুসন্ধান কিভাবে করবেন তা নিচে দেওয়া হলোঃ

  • সর্বপ্রথম, https://dlrms.land.gov.bd/ লিংকে ভিজিট করুন

  • তারপর সার্ভের খতিয়ানের বিভাগ, জেলা ও উপজেলা সিলেক্ট করুন

  • খতিয়ানের ধরন> "বি আর এস" সিলেক্ট করুন।

  • মৌজার নাম সিলেক্ট করুন

  • খতিয়ানের একটি তালিকা আসলে আপনার খতিয়ানটি আপনি সিলেক্ট করুন

  • যদি খতিয়ানের কোন তথ্য না আসে, তাহলে সার্চ বক্সে খতিয়ান নং লিখে অনুসন্ধান করুন

  • এভাবেও না পেলে অধিকতর অনুসন্ধান অপশনে ক্লিক করে, জমির দাগ নং/ মালিকের নাম লিখে সার্চ করুন

ব্যাস, এভাবে আপনার বি আর এস খতিয়ানটি অনলাইনে চেক করে নেওয়া যাবে।

FAQ’s

বি আর এস এর পূর্ণরূপ কি?

বি আর এস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ রিভিশনার সার্ভে (Bangladesh Revisional Survey)।

 

বি আর এস খতিয়ান কত সালে হয়?

১৯৯৮ সালে বাংলাদেশ সরকার আধুনিক জরিপ হিসেবে বি আর এস খতিয়ান-এর যাত্রা করে।

 

বি আর এস রেকর্ড কত সালে হয়?

১৯৯৮ সাল থেকে শুরু হয়ে  বর্তমান সময়ে অব্দি বি আর এস রেকর্ড চলমান রয়েছে। দেশের বিভিন্ন স্থানে এখনো এই রেকর্ডের তথ্য সংযুক্ত করা বাকি রয়েছে।

© dlrms-land.site | এই সাইটটি শুধুমাত্র সেবা প্রাপ্তির টিউটোরিয়াল প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোন সরকারি সেবা পাবেন না।