ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার জন্য, নিচের টেবিলটিতে-
১ম ঘরে আপনার জমির ঠিকানার বিভাগ সিলেক্ট করুন
২য় ঘরে জমির জেলা বাছাই করুন
৩য় ঘরে জমির উপজেলা সিলেক্ট করুন
৪র্থ ঘরে যেই খতিয়ান অনুসন্ধান করতে চান, তা সিলেক্ট করুন (যেমনঃ আর এস, বি আর এস, এস এ, সি এস, বি এস ইত্যাদি)
৫ম ঘরে জমির মৌজা সিলেক্ট করুন
শেষের ঘরে খতিয়ানের তালিকা পেলে, আপনার খতিয়ানটি খুজে ২ বার ক্লিক করুন
এভাবে খতিয়ান যাচাই করার পর, নতুন একটি পেজে আপনার খতিয়ানের অন্তর্ভূক্ত সকল মালিকদের নাম, খতিয়ানের অন্তর্ভূক্ত সকল দাগ নং ও জমির পরিমান দেখাবে। তারপর সেখানে বিস্তারিত তথ্য চেক করার পাশাপাশি, "ঝুড়িতে রাখুন" - বাটনে ক্লিক করলে খতিয়ানের কপিটি আপনার কার্টে যুক্ত হয়ে যাবে।
তারপর উপরের কার্ট অপশনে ক্লিক করে আপনার খতিয়ানের ধরন এবং অনলাইন কপি নাকি সার্টিফাইড কপি চাচ্ছেন তা সিলেক্ট করবেন। তারপর চেক আউট বাটনে ক্লিক করে land.gov.bd ওয়েবসাইটে একটি নাগরিক একাউন্ট রেজিস্টার করবেন। সেই একাউন্ট লগইন করে প্রয়োজনীয় তথ্যাবলী পূরন করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০ টাকা ফি পরিশোধ করলেই নির্ধারিত তারিখে আপনার দেওয়া ঠিকানায় ই পর্চা খতিয়ানের কপিটি পৌছে দেওয়া হবে।
এ সম্পর্কে আরও সঠিক ধারনা পেতে নিচের টেবিলটিতে লক্ষ্য করুন। এখানে আপনার নমুনা টেবিল দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা সরকারি সেবা পাবেন না। তবে অনুসন্ধান প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারনা পেয়ে যাবেন। সরাসরি সরকারি/ অফিসিয়াল সাইট থেকে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার জন্য dlrms.land.gov.bd সাইটে ভিজিট করুন।
সার্ভে খতিয়ানের তথ্য
বিভাগ
ময়মনসিংহ
সিলেট
রংপুর
রাজশাহী
খুলনা
ঢাকা
চট্টগ্রাম
বরিশাল
জেলা
উপজেলা/থানা
খতিয়ানের ধরন
মৌজা
আবেদনের জন্য খতিয়ানের উপর ডাবল ক্লিক করুন।
জমির ই পর্চা খতিয়ান অনুসন্ধান
অনলাইনে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার জন্য dlrms.land.gov.bd সাইটে ভিজিট করবেন। তারপর সার্ভে খতিয়ানের বিভাগ>জেলা>উপজেলা>খতিয়ানের ধরন>মৌজা সিলেক্ট করবেন। এবার খতিয়ানের তালিকা থেকে আপনার খতিয়ানে ২ বার ক্লিক করলেই Eporcha gov bd খতিয়ানের রেকর্ড চেক করতে পারবেন।
এখান থেকে খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করার জন্য "ঝুড়িতে রাখুন" বাটনে ক্লিক করবেন। তারপর ড্যাশবোর্ডের কার্ট অপশনে ক্লিক করে আবেদনের ধরন, খতিয়ানের ধরন ও জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে "চেকআউট করুন" লেখাতে ক্লিক করবেন। এবার নতুন পেজ আসলে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি একাউন্ট রেজিস্টার/ লগইন করে ১০০ টাকা ফি জমা দিয়ে ই পর্চা খতিয়ানের কপি ডাউনলোড করে নিতে পারবেন।
আশাকরি, সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন। কোন প্রশ্ন থাকলে আমাদের "সমস্যা সম্পর্কিত FAQ" পেজ ভিজিট করুন। অথবা যোগাযোগ পেজ থেকে যোগাযোগ করুন।
© e-Porcha.online | এই সাইটটি শুধুমাত্র সেবা প্রাপ্তির টিউটোরিয়াল প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোন সরকারি সেবা পাবেন না।